
ফাইল ছবি
হোসিয়ারি সমিতির সহ সভাপতি আব্দুস সবুর খান সেন্টু বলেছেন, আমরা যারা আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের কোন ভাই, চাচা, বাবা চাঁদাবাজির সাথে জড়িত কীনা তা প্রকাশ্যে বলতে হবে। হয় প্রশাসন নারায়ণগঞ্জে থাকবে নয়ত আমরা থাকবো। যে প্রশাসন সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারে না সেই প্রশাসন আমরা চাই না।
রোববার (১৮ মে) নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি সে অনুযায়ী আমরা আপনাদের পাশে আছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, পাঁচ আগষ্টের পর থেকে আজ পর্যন্ত এ এলাকার চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ হয়নি। আমরা চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আরেকটি ফ্যাসিবাদ আমরা হতে দেবো না। চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোন দল নেই।