
বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১৮ মে) রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ। এসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এসময় মাসুদ বলেন, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতিতে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ এই হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।