
প্রতিবাদ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেধাবী ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে
সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদল ও সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।
সোমবার (১৯ মে) কলেজ প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় দ্রুত সাম্য হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবী জানান তারা।