বুধবার, ২১ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বৃষ্টিতে জলাবদ্ধতা, প্রধান সড়কে পানি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৬, ২০ মে ২০২৫

নারায়ণগঞ্জে বৃষ্টিতে জলাবদ্ধতা, প্রধান সড়কে পানি

তীব্র জলাবদ্ধতা

নারায়ণগঞ্জে দুপুর থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির ফলে শহরের বিভিন্ন অলিগলি ও প্রধান সড়কগুলোতে তীব্র জলাবদ্ধতা দেখা গেছে।

মঙ্গলবার (২০ মে) বিকেলে শহরের চাষাঢ়া, মাসদাইর, জামতলা এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

দিনভর তীব্র গরমের পর দুপুর থেকে বৃষ্টি শুরু হয় নারায়ণগঞ্জে। বেলা বাড়ার সাথে সাথে বাতাসের গতিবেগ ও বৃষ্টির তীব্রতাও বৃদ্ধি পায়।

এসময় বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা গেছে। এসময় সড়ক ছাপিয়ে ফুটপাতেও উঠে যায় পানি। জলাবদ্ধতার ফলে শহরের মার্কেটগুলোর নিচের ফ্লোরের দোকানগুলোতে পানি ঢুকে পড়ে। এর ফলে সাধারণ পথচারী ও দেকানদারদের চলাচলে ব্যাপক অসুবিধা হয়।