মঙ্গলবার, ২০ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীতলক্ষ্যায় কার্গো জাহাজের সঙ্গে ধাক্কার আতঙ্কে নদীতে ঝাপিয়ে পড়লো ট্রলারের ১৫ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৭, ১৯ মে ২০২৫

শীতলক্ষ্যায় কার্গো জাহাজের সঙ্গে ধাক্কার আতঙ্কে নদীতে ঝাপিয়ে পড়লো ট্রলারের ১৫ যাত্রী

ফাইল ছবি

বন্দরে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগার আতঙ্কে যাত্রীবাহি ট্রলার থেকে নদীতে ঝাপিয়ে পড়েছে কমপক্ষে ১৫ যাত্রী।পরবর্তীতে যাত্রীরা সাতঁরে অন্য ট্রলারের সহায়তায় তীরে  উঠতে সক্ষম হয়। তবে ট্রলারটি ডুবে যায়নি ও ধাক্কাও লাগেনি। তবে এ ঘটনায়  প্রানহানীর কোন খবর পাওয়া যায়নি।

সোমবার (১৯ মে) দুপুর দেড়টায় বন্দর স্কুলঘাটে এ ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে শহরের টানবাজার খেয়াঘাট থেকে ইঞ্জিন চালিত ট্রলারযোগে খেয়া পারাপার হচ্ছিল ২০-২৫ জন যাত্রী। এসময় মুন্সীগঞ্জগামী এমভি আখতার হেসেন-১ কার্গো জাহাজটি খেয়াঘাট দিয়ে যাওয়ার সময় ধাক্কা লাগার আশঙ্কায় আতঙ্কে নদীতে ঝাপিয়ে পড়ে ট্রলারের যাত্রীরা। এসময় অন্য যাত্রীবাহি ট্রলারের সহায়তায় নদী থেকে যাত্রীরা ট্রলারে ওপরে উঠতে সক্ষম হয়। তবে ওই ট্রলারটি ধাক্কা লাগেনি ও ডুবে যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল হক  বলেন, কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগার আতঙ্কে ট্রলার যাত্রীরা নদীতে ঝাপিয়ে পড়েছিল। পরবর্তীতে অন্য আরেকটি যাত্রীবাহি ট্রলারের সহায়তা ঝাপিয়ে পড়া যাত্রীদের তুলতে সক্ষম হয়েছে। তিনি বলেন, কার্গো জাহাজের সঙ্গে যাত্রীবাহি ট্রলারের কোন সংঘর্ষ হয়নি, ট্রলারটি ডুবেও যায়নি। যাত্রীরা ভয়ে নদীতে লাফিয়ে পড়েছিল। তারা আবার সাঁতরে অন্য ট্রলারের সহায়তায় উঠতে সক্ষম হয়েছে। এই ঘটনায় কেউ নিখোঁজ হয়নি।