সোমবার, ১৯ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যাবসায়ীদের প্রতিবাদ সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৮, ১৮ মে ২০২৫

না.গঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যাবসায়ীদের প্রতিবাদ সভা

নয়ামাটি এলাকায় প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ সভা করেছেন নয়ামাটি হোসিয়ারি সার্কুলার নিট, ফ্লাট নিট, প্রিন্টিং ও সুতা ব্যাবসায়ীরা।

রোববার (১৮ মে) শহরের নয়ামাটি এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

এসময় হোসিয়ারি সমিতির পরিচালক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। বিএনপিতে কোন চাঁদাবাজের ঠাই নাই। গত কয়েক দিনে আপনারা দেখেছেন বিএনপি থেকে অনেক তারকা নেতারাও বহিষ্কার হয়েছেন। তাহলে চুনোপুঁটি ও ছিচকে মাস্তানরা বিএনপির নামে চাঁদাবাজি করলে বিএনপি কী সহ্য করবে।

তিনি আরও বলেন, আপনারা প্রশাসনের কাছে জানাবেন। আমরাও আপনাদের পাশে থেকে কাজ করবো। আমাদপর নিজেদের শক্তি সবচেয়ে বড়। আমরা প্রশাসনের কাছে যাই কোন ঘটনা ঘটলে। কিন্তু প্রতিরোধ তো আমরা করতে পারি। ঢাকায় লাঠি বাঁশি কর্মসূচি শুরু হয়েছে। কোন চাঁদাবাজ আসলেই সকলে লাঠি নিয়ে রাস্তায় নেমে আসে। আপনার ঐক্যবদ্ধ থাকলে আমরা আপনাদের সাথে আছি। প্রয়েজনে লাঠি বাঁশি কর্মসূচি পালন করা শুরু করেন। 

এসময় বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি মোঃ বদিউজ্জামান বদু, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খাঁন, হোসিয়ারি সমিতির সহ সভাপতি আব্দুস সবুর খান সেন্টুসহ ব্যাবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।