
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর রাজিব হত্যা মামলার প্রধান আসামি আয়াত (২৮) ও সিফাত (২৩) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
এর আগে গতকাল ফতুল্লা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র্যাব-১১। আয়াত ও সিফাত বন্দর থানাট ছোটবাগ এলাকার মোস্তফার ছেলে।
এর আগে ২০২৪ সালের ৯ অক্টোবর বন্দর থানার ছোটবাগ এলাকায় রাজিব হোসেন জয় নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রাজিব হোসেন জয় (৩৪) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওয়ানবাগ পূর্ব পাড়ার হোসেন মাতবরের ছোট ছেলে। সে গার্মেন্টসে চাকুরি করত। এঘটনায় জয়ের পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।