মঙ্গলবার, ২০ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ৪ : থানায় অভিযাগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৯, ১৯ মে ২০২৫

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ৪ : থানায় অভিযাগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর এলাকায় বাড়ির সীমানার খুটি নিয়ে ভাইদের মধ্যে কথাকাটাকাটি এবং হামলায় আব্দুর রশিদ সহ চারজন আহত।

জানা যায়, সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর এলাকায় আব্দুর রশিদ মিয়ার সাথে তার ছোট ভাই ফজলুল হকের সাথে দীর্ঘদিন ধরে জায়গা-জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকার পঞ্চায়েত গণবিচার শালিস করলেও কোন সমাধান পাওয়া যায়নি। 

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮ ঘটিকার সময় বাড়ির জায়গা -জমিন সংক্রান্ত বিষয় নিয়ে সার্ভেয়ার দিয়ে মেপে খুটি দিয়ে যাওয়ায় সেই খুঁটি ফেলে দেয় মফিজুল ইসলাম গংরা। তারা  লাঠিসোটা নিয়ে হামলা চালায় আব্দুর রশিদ পরিবারের উপর । এতে আহত হন আব্দুর রশিদ মিয়া, শাহজাহান, আমিনুল ইসলাম, তার ছেলে নাঈমসহ চার জন।

আব্দুর রশিদ মিয়া গুরুতর আহত হওয়ায় তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারামারিতে আব্দুর রশিদ মিয়ার ২২ হাজার ৫০০ টাকার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হারিয়ে যায়।

এ বিষয়ে ১নং আসামী মোঃ মফিজুল ইসলাম পিতা মৃত আব্দুল হাশেম, ২নং আাসামী দেলোয়ার হোসেন পিতা ফজলুল হক, ৩নং আসামী আজিজুল ইসলাম পিতা মৃত আব্দুল হাসেম, ৪নং আাসামী রফিকুল ইসলাম পিতা মৃত আব্দুল হাসেম, ৫নং আাসামী কবির হোসেন  পিতা ফজলুল হক, ৬নং আসামী ফজলুল হক পিতা মৃত আব্দুল হাশেম সাং- গোলনগর এদেরকে আসামি করে সোনারগাওক থানায় আমিনুল ইসলাম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমানের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, এই বিষত উভয় পক্ষের অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।