সোমবার, ১৯ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৩, ১৮ মে ২০২৫

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান 

পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

রোববার (১৮ মে) নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদের নেতৃত্বে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এসময় শহরের হাজীগঞ্জ মোড় থেকে পাঠানটুলি (পুরাতন ইপিজেড রোড), হাজীগঞ্জ লঞ্চঘাট এলাকা, এবং হাজীগঞ্জ মোড় থেকে বরফকল পর্যন্ত সড়কের উভয় পাশে অবস্থিত সব ধরনের ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ করা হয়। 

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ জানান, শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে জেলা প্রশাসনের এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও দৃষ্টিনন্দন নগর গড়ে তুলতে জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।