
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইনুর রহমান
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইনুর রহমান বলেছেন, আমরা সম্মিলিত ভাবে ডিজিটাল ভূমি জরিপের কাজটা সম্পূর্ণ করতে কাজ করছি। এর জন্য আপনাদের সহযোগিতা কাম্য। সে সিস্টেমে আমরা কারতে যাচ্ছি এটা করলে ভূমি সংক্রান্ত সমস্যা অনেকাংশে কমে আসবে। রেজিস্ট্রেশনের সময় সাব রেজিস্ট্রার অনলাইনে ভূমির শ্রেনী চেক করতে পারবে, এসিল্যান্ডও চেক করতে পারবে। সেখানে কার কতটুকু অংশ সব চেক করে সে মিউটেশন করতে পারবে। ভূমি মিউটেশনের ক্ষেত্রেও তারা এটা দিয়ে সহজে কাজ করতে পারবে।
সোমবার (১৯ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম সংক্রান্ত সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, অনেক সময় জাল দলিলের মাধ্যমে জমি ট্রান্সফার হয়। বিশেষত সরকারি জমিগুলো বেহাত হয়ে যায়। এই পদ্ধতিতে সেগুলো আমরা পুনরুদ্ধারে সক্ষম হবো।
তিনি বলেন, মসজিদগুলো করতে হলে সেটা ওয়াকফ করে রেজিস্ট্রার করতে হয়। মসজিদের জমি ওয়াকফ করা জরুরি। আর শিক্ষাপ্রতিষ্ঠান করার ক্ষেত্রে সেটা যদি আইনসম্মত ভাবে করা যায় এবং অন্য কোন মালিক না থাকে তাহলে এটা আরও সহজ হয়ে যাবে।