
পরিচালনা পর্ষদের সভা
২০২৫-২৭ মেয়াদে বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা রোববার (২১ সেপ্টেম্বর) বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ স্বশরীরে ও ভার্চুয়াল মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় নীটওয়্যার খাতের বর্তমান সঙ্কট, তা উত্তরণে করণীয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে একই ভেন্যুতে শিল্প পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এবং সেনাবাহিনীর নারায়ণগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর আয়াজ গালিবকে বিকেএমইএ’র নবনির্বাচিত পরিচালনা পর্ষদ সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম অতিথিদের ফুল দিয়ে অফিসে স্বাগত জানান।
এছাড়া, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সভাপতি মোহাম্মদ হাতেম ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান ও অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. হাসিনুজ্জামানসহ অনেকে।