
মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
রোববার (১০ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, প্রেসক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরীফ সুমন, দৈনিক সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, ডিবিসি টেলিভিশলের জেলা প্রতিনিধি সাবিত আল হাসান, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, সহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।