বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দক্ষ সংগঠন গড়ে তুলতে যে কোন সহযোগিতা করা হবে : বদু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৬, ২১ আগস্ট ২০২৫

দক্ষ সংগঠন গড়ে তুলতে যে কোন সহযোগিতা করা হবে : বদু

ফুলেল শুভেচ্ছা

নবনির্বাচিত বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের পরিচালনা পর্ষদ ২০২৫-২৭ এর পক্ষ থেকে বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদুকে সৌহার্দ্যপূর্ণ সম্পকের অঙ্গীকার ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নির্বাচিতরা।
 
গতকাল বৃহস্পতিবার ২১ আগষ্ট বাংলাদেশ হোসিয়ারি সমিতির মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা জানায়। বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সেলিম সারোয়ারের নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক আবুল, রাহয়ান আলী, সহ-সভাপতি (অর্থ) শফিকুর রহমান, পরিচালক সিরাজুল ইসলাম চৌধুরী, দেলোয়ার হোসেন, ইদ্রিস, মো: মোজাহার আলী, শফিকুর রহমান, শ্যামল দেবনাথ, বশির আহমেদ, জাকির হোসেইন, আবু সাঈদ, বাহাউদ্দিন আহমেদ, আরিফুল ইসলাম, এনামুল হাফিজ কাজল, বুলবুল আহমেদ, আব্দুল হাকিম, শামীম হুসেইন সরকার, মিশেল শেখ, আবু তাহের শামীম উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের উদ্দেশ্যে বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, নিটিং ওনার্স এসোসিয়েশনকে শক্তিশালী ও দক্ষ সংগঠন গড়ে তুলতে যে কোন সহযোগিতা করা হবে। বিগত আমলে ভুলক্রুটি পরিহার করে আগামীতে সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে।