রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শ্লোগানের দুই উইং নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩২, ২৬ অক্টোবর ২০২৫

শ্লোগানের দুই উইং নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত 

জরুরি সভা

সামাজিক সংগঠন শ্লোগান-এর দুই উইং 'শ্লোগান স্পোর্টিং ক্লাব' এবং 'শ্লোগান ফটোগ্রাফিক সোসাইটি'র সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত এসএম টাওয়ারে সংগঠনটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সংগঠনের চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উভয় উইংয়ের সদস্যদের অংশগ্রহণ বাড়ানো, তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করা এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের বিস্তারের বিষয়ে নানা প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

সভায় আলোচনা হয়, শ্লোগানের আগামী কার্যক্রমগুলো আরও গতিশীল করতে যৌথ পরিকল্পনা গ্রহণ করা হবে এবং প্রতিটি উইংকে নিজ নিজ ক্ষেত্রের উদ্যোগ বাস্তবায়নে সহায়তা প্রদান করা হবে। উপস্থিত সবাই সংগঠনের ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

শ্লোগানের অফিস সম্পাদক জাহিদ হাসান রাজিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট নূর আলী। জরুরি এই সভায় সংগঠন কেন্দ্রিক নানান পরামর্শ দেন শ্লোগানের ফাউন্ডার মীর ছিবগাতুল্লাহ্ তকি। এ সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট সবুর হোসাইন, সহকারী অফিস সম্পাদক কাজী আমিনুল ইসলাম শিশির, ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট সাহিবুর রহমান রাতুল, শ্লোগান স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট মো. নোবেল এবং ক্লাব সেক্রেটারি হিযবুল্লাহ সানি।