ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর এলাকার বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে সফলভাবে সম্পন্ন হলো জিনিয়াস স্কুল বৃত্তি পরীক্ষা।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষাটি চলে বেলা ১১টা পর্যন্ত। বন্দর উপজেলার বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। নির্ধারিত কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল কেন্দ্রজুড়ে। কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় চেকিংয়ের মধ্য দিয়ে যেতে হয়।পরীক্ষার হলে সময়মতো প্রবেশ করে শিক্ষার্থীরা মনোযোগের সাথে পরীক্ষা দেয়। এক ঘণ্টা সময়ের মধ্যে তাদের নির্ধারিত প্রশ্নের উত্তর দিতে হয়েছে। পরীক্ষা শেষে হাস্যোজ্জ্বল মুখে হল থেকে বেরিয়ে আসে শিক্ষার্থীরা।
পরীক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। শিক্ষক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষাটি শেষ হয়েছে।
বৃত্তি পরীক্ষা চলাকালীন পরিদর্শন করে বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান বলেন, জিনিয়াস বৃত্তি ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এবছরও বৃত্তি পরীক্ষার আয়োজন করায় বিএম স্কুল এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।সেই সাথে জিনিয়াস ফাউন্ডেশন যেনো আগামীতে মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের ১ম,২য়,৩য় স্থান ঘোষণা করে। পাশাপাশি দরিদ্র ছাত্র - ছাত্রীদের জন্য বিনামূল্যে পরাশুনার ব্যবস্থা করলে বন্দর এলাকার অবহেলিত ছাত্র -ছাত্রীদের জন্য উপকার বয়ে আনবে।
এই বৃত্তি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে কৃতী শিক্ষার্থীদের 'ট্যালেন্টপুল' ও 'সাধারণ' কোটায় বৃত্তি প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা যোগাবে।
উল্লেখ্য কেন্দ্র পরিচালক আল-হেলাল'র সার্বিক তত্বাবধানে ৬৫৭ জন পরিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬২৮ জন,শিক্ষক ছিলেন ৩৪ জন এবং প্রতিনিধি ও স্বেচ্ছাসেবক ছিলেন ৩০ জন।

