রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জামায়াত ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে: মইনুদ্দিন আহমাদ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৪, ৭ ডিসেম্বর ২০২৫

জামায়াত ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে: মইনুদ্দিন আহমাদ 

ফগার মেশিন উপহার

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) সম্প্রতি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা (খানপুর) হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে ব্যবহারের জন্য একটি ফগার মেশিন উপহার দিয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদকাসক্তি নিয়ন্ত্রণ এবং হাসপাতালটিকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জানান।

​শনিবার (০৬ ডিসেম্বর) সকালে উন্নত মানের ফগার মেশিন উপহার এনডিএফ-সভাপতি ডাঃ আশরাফ এর উপস্থিতিতে  সঞ্চালনা করেন ডা. আমিনুল ইসলাম। সংক্ষিপ্ত বক্তব্যের পর হাফেজ মাওলানা নাসির উদ্দিন দোয়া পরিচালনা করেন।​

এসময় নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে বক্তব্য শুরু করেন এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের এই উদ্যোগের  প্রশংসা করেন। তিনি মনে করিয়ে দেন যে স্বাস্থ্যের পরিচর্যা ইবাদতের অংশ এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা উচিত। তিনি বলেন, জামায়াতে ইসলামী শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে, কারণ ন্যায়ভিত্তিক সমাজ হলে সবকিছু সহজ হয়ে যায়।

ডা. আব্দুল কাইউম সচেতন  একজন নাগরিক হিসেবে  ভবিষ্যৎ সাংসদের (MP) 'র প্রতি প্রধান দাবিগুলো তুলে ধরেন। তাঁর দাবিগুলোর মধ্যে ছিলো:​ প্রত্যেক উপজেলায় মাদকের আখড়া বন্ধ করা।​হাসপাতালে চাঁদাবাজি বন্ধ করা।​ এই হাসপাতালটিকে ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা।​

সুপারিনটেনডেন্ট ডা. বাশার ,  তাঁর চাকরি জীবনের সর্বোচ্চ সময় এই হাসপাতালে কাটানোর কথা উল্লেখ করেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত বছর  ১০০০ ডেংগু  কিট পাওয়ায় কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, গত মাসে তারা ২৬৯ জন ডেঙ্গু রোগীর ফ্রি চিকিৎসা দিয়েছেন। তবে তিনি মাদকাসক্ত ব্যক্তিদের দ্বারা সৃষ্ট উপদ্রব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জানান যে পুলিশ তাদের ধরে নিয়ে গেলেও দ্রুত জামিনে মুক্তি পেয়ে আবার একই কাজে লিপ্ত হয়। তিনি এন ডি এফ কে ফগার মেশিন উপহার দেওয়ায় ধন্যবাদ জানান, তবে সরকারিভাবে প্রাপ্ত সরঞ্জাম দ্রুত নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে, রোগীদের সার্বক্ষণিক সুবিধার জন্য দুটি ইসিজি মেশিন প্রদানের অনুরোধ জানান।​

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ১১ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মুহাম্মদ খোরশেদ ও সেক্রেটারি মুহাম্মদ খোকন। জেলা এনডিএফ-এর ডা. কাইউম, ডা. মালেক, ডা. আমিনুল ইসলাম, ডা. আশরাফুল ইসলাম, এবং গাইনী ডা. সাবিনা আক্তার প্রমুখ।এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।