রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আল্লাহর বিধান দিয়েই আগামীর সংসদ পরিচালিত হবে: আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৫, ৭ ডিসেম্বর ২০২৫

আল্লাহর বিধান দিয়েই আগামীর সংসদ পরিচালিত হবে: আবদুল জব্বার

মাওলানা আব্দুল জব্বার

​নারায়ণগঞ্জ ০৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল জব্বার বলেছেন, মানুষ মনে করে আল্লাহর বিধান দিয়েই আগামীর সংসদ পরিচালিত হবে ইনশাআল্লাহ। তিনি দৃঢ়ভাবে জানান, ন্যায়, সত্য ও আদর্শের ভিত্তিতে তাঁরা এমন এক রাষ্ট্র গড়তে চান, যেখানে প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং মানুষের কল্যাণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্র।

​তিনি শনিবার (০৬ ডিসেম্বর) বিকালে ভূইগর বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে এক নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই প্রত্যয় ব্যক্ত করেন।

​মাওলানা আব্দুল জব্বার তাঁর বক্তব্যে বলেন,​ “আল্লাহর বিধান দিয়ে আগামীর সংসদ পরিচালিত হবে ইনশাআল্লাহ। ন্যায়, সত্য ও আদর্শের ভিত্তিতে আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। মানুষের কল্যাণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রে, আর আল্লাহর বিধান হবে সেই পথচলার চূড়ান্ত দিশা।”

উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, জেলা সহকারি সেক্রেটারি আবু সাঈদ মুন্না, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাঈন উদ্দিন মিয়া, মাওলানা সাইফুদ্দিন মুনির, মাহবুব আলম, কফিল আহমেদ, মাওলানা মুজিবুর রহমান, মুফতি জাহাঙ্গীর আলম, আমিন মাস্তান, প্রিন্সিপাল জাহিদুর রহমান, এবং নুরুন্নবী পালা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

​বক্তারা সকলেই মাওলানা আবদুল জব্বারের বক্তব্যের সঙ্গে ঐকমত্য পোষণ করেন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও একটি কল্যাণমূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।