শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে হুমকি, থানায় জিডি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫২, ৬ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে হুমকি, থানায় জিডি 

ফাইল ছবি

সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে এম.এ রহিম (৪৬) নামে এক ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। 

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে শনিবার (৬ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্ত দুই জনের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

অভিযুক্তরা হলেন, নয়া আটি মুক্তিনগর এলাকার মৃত- ওয়ালি উল্লাহ শেখের ছেলে হাবিবুর রহমান বাবু (৫২) ও আব্দুল সাত্তারের ছেলে মোস্তাফিজুর রহমান টিটু (৩৮)। 

ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী পেশায় একজন ব্যবসায়ী। অভিযুক্তরা সম্পর্কে একে অপরের প্রতিবেশী। 
অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছিলো ভুক্তভোগীদের। 

উক্ত বিরোধের জের ধরে বিবাদীরা প্রায় সময়ই বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলো। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল সাকিনস্থ হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স এর পশ্চিম পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভুক্তভোগীর জমি বিবাদীরা জোরপূর্বক দখলের চেষ্টা করে। ভুক্তভোগী বিবাদীদের বাঁধা প্রদান করলে বিবাদীদের সাথে একপর্যায়ে বাকবিতন্ডা হয়। পরে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী উপর হামলা করে শরীরের বিভিন্নস্থানে জখম করে। 

পরবর্তীতে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তাদের নিকট হতে ধারালো অস্ত্র বের করে ভুক্তভোগীকে খুন করে লাশ ঘুম করার হুমকি দেন বলেও জিডিতে উল্লেখ রয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, এক ব্যবসায়ী নিরাপত্তা চেয়ে থানায় জিডি করছেন। জিডির বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।