শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজার উপজেলা পরিষদের কর্মচারী সবুজের বিরুদ্ধে অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৩, ৬ ডিসেম্বর ২০২৫

আড়াইহাজার উপজেলা পরিষদের কর্মচারী সবুজের বিরুদ্ধে অভিযোগ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদের চতুর্থ শ্রেনীর কর্মচারী সবুজ মিয়ার বিরুদ্ধে আড়াইহাজার উপজেলা পরিষদের বাসিন্দা মোঃ সুমন পাটোয়ারী জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন। সবুজের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মসহ বিগত সরকারের আমলে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর সাথে সখ্যতার অভিযোগ রয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) ডিসির কাছে অভিযোগ করেন সুমন পাটোয়ারী। 

এসময় অভিযোগে তিনি জানান, বিগত সরকারের আমলে তিনি স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর লোক হিসেবে কাজ করতেন। কর্মস্থলে না এসেও বেতন ভাতা তুলতেন এবং এমপির প্রভাবে নানান দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন। সেসময় তিনি এমপি বাবুর পিএসের অফিসে বসেই সকল কর্মকাণ্ড পরিচালনা করতেন। উপজেলার ২ পৌরসভা ও ১০ ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে তার সখ্যতা ছিল। তাদেন নিয়ে জাল স্বাক্ষর করে কাজ না করেই প্রকল্পের টাকা আত্মসাৎ করতেন তিনি। এছাড়াও মুক্তিযোদ্ধাদের আশ্রয়ন প্রকল্পে ইট, বালু সরবরাহ করে অবৈধ উপায়ে বিপুল টাকার মালিক হয়েছেন তিনি।

জানা গেছে, বিগত সরকারের আমলে ১৫ বছর চাকরি করে কয়েক কোটি টাকার চারটি জমি রেজিস্ট্রি করেছেন তিনি। দুই মাস আগে গাড়িও কিনেছেন, ব্যাবহার করেন দেড় লক্ষ টাকার আইফোন। তার নিজের ও স্ত্রীর নামে একাধিক ব্যাংক একাউন্ট রয়েছে। 

অভিযোগকারীরা জানায়, সবুজ আগে উপজেলায় পলাতক এমপি বাবুর সাথে থাকতেন। বর্তমানে উপজেলার সকল তথ্য তিনি বাবুকে সরবরাহ করেন।

এবিষয়ে জানতে চাইলে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান জানান, আমি এবিষয়ে অবগত নই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সবুজ মিয়া জানান, এর আগেও আমার বিরুদ্ধে একবার অভিযোগ করা হয়েছিল। সেসময় এসিল্যান্ড নিজে এবিষয়ে তদন্ত করেছে। সরকারি চাকরির সুবাদে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তৎকালীন এমপির সাথে ছবি ছিল। এগুলো শত্রুতার বশবর্তী হয়ে করেছে হয়ত কেউ। অভিযোগকারী ব্যাক্তিকে আসার জন্য নোটিশ জারি করা হয়েছিল। তিনি এই নামের কোন ব্যাক্তিকে সেই ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি সেসময়।