শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ধানের শীষে নির্বাচন করবেন মোহাম্মদ আলী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪২, ৬ ডিসেম্বর ২০২৫

ধানের শীষে নির্বাচন করবেন মোহাম্মদ আলী

মতবিনিময়

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআই-এর সাবেক প্রথম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলায় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিজের রাজনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরেন।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, ‘‘আমি বিএনপির রাজনীতি ধারণ করি। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে আমি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করব। আমি বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।’’

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে তিনি বলেন, ‘‘ফতুল্লার মানুষের দীর্ঘদিনের ভুক্তভোগী সমস্যা হলো জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যায়। আমি নির্বাচিত হলে ডিএনডি বাঁধের কার্যকর সংস্কারসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দেব।’’

তিনি আরও বলেন, ‘‘এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করে একটি শান্তির জনপদ গড়ে তোলাই আমার লক্ষ্য। আমি অতীতেও জনগণের সাথে ছিলাম, আগামীতেও তাদের সেবা করে যেতে চাই। ব্যবসায়ী সমাজের প্রতিনিধি হিসেবে আমি এই অঞ্চলের শিল্প-বাণিজ্যের প্রসারেও কাজ করব।’’

এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, মাহফুজুর রহমান ও প্রণব কৃষ্ণ রায়।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সিনিয়র সাংবাদিক নাহিদ আজাদ প্রমুখ।