সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কোন গুজবে কান দিবেন না: মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১২, ৭ ডিসেম্বর ২০২৫

কোন গুজবে কান দিবেন না: মাসুম বিল্লাহ

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও  নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, পীর সাহেব চরমোনাই মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ; কোন গুজবে কান দিবেন ন। সম্প্রতি অনলাইন নিউজ পোর্টালে একটি ভূয়া নিউজ ছাপা হয়েছে। সেটা খুবই নিন্দনীয়। আমি প্রতিদিন মাঠে ময়দানে বিভিন্ন স্থানে হাতপাখার পক্ষে গণসংযোগ করে যাচ্ছি। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামীতে নির্বাচন করবো এটাই বাস্তব। কারো কানকথায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করবো সবাইকে।

রোববার (৭ ডিসেম্বর) ১৬ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা সহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ।

তিনি আরও বলেন, আগামীতে ৮ দলের সমন্বয়ে বৃহৎ ইসলামী ঐক্য গঠন হতে যাচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস আগামীতে ইসলামী শক্তিকে মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসাবে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে,  ইনশাআল্লাহ।