আলোচনা সভা
আড়াইহাজারে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়।
ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুবদলের সাদেকুর রহমান সাদেক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু। দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীরা অংশ নেন।

