তিন শতাধিক হুন্ডা ও গাড়ি নিয়ে শোডাউন
নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর নেতৃত্বে শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর হাতপাখা’। তিন শতাধিক হুন্ডা ও সাড়ে তিন শতাধিক গাড়ি নিয়ে সাজানো এই শোডাউন কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকা থেকে শুরু হয়ে আসনের সাতটি ইউনিয়ন প্রদক্ষিণ করে বক্তাবলীতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা দলীয় প্রতীক, পতাকা ও ব্যানার নিয়ে যোগ দেন। পুরো রুটজুড়ে শোডাউনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মার্চ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, দেশের রাজনীতিতে এখন পরিবর্তন জরুরি। তাঁর ভাষায়, স্বাধীনতার পর নেতৃত্ব বদলালেও নীতির পরিবর্তন হয়নি। উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলোর অনেকই ছিল কেবল কথার মধ্যে সীমাবদ্ধ।
তিনি বলেন, মানুষ এখন বাস্তব পরিবর্তনের প্রত্যাশা করে। “আমরা কল্যাণমুখী উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে বিশ্বাস করি। সুযোগ পেলে নারায়ণগঞ্জ–৪ আসনের অবহেলা, অব্যবস্থা ও দুর্নীতি দূর করতে কাজ করব,” মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ন্যায়, ইনসাফ ও জনকল্যাণই তাঁর রাজনৈতিক অঙ্গীকার।
শোডাউনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ–৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

