শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে চুলার আগুনে একই পরিবারের চারজন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৫, ৬ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে চুলার আগুনে একই পরিবারের চারজন দগ্ধ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাটাত্তা গ্রামের একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪), এবং মা জরিনা বেগম (৬৫)।

আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই ওয়াশরুমে যাওয়ার সময় রান্নাঘর থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আলাউদ্দিন রুমে ঢুকতেই আগুনে ঝলসে যান। একই সময় ঘরে থাকা তার মা ও দুই মেয়েও আগুনে দগ্ধ হন। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় তারা দ্রুত বের হতে পারেননি। প্রতিবেশীরা চিৎকার শুনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি ধারণা করছেন, রান্নাঘরে গ্যাসের চুলা বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আলাউদ্দিনের ৪০ শতাংশ, সিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ এবং শিফার ১২ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা ইনস্টিটিউটের ওয়ার্ডে চিকিৎসাধীন।