শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিশ্ব ইজতেমা মাঠে নগদ কাবিন পরিশোধে ৬৪ বিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:০৪, ১৫ জানুয়ারি ২০২৩

বিশ্ব ইজতেমা মাঠে নগদ কাবিন পরিশোধে ৬৪ বিয়ে

প্রতীকী ছবি

বিশ্ব ইজতেমার টঙ্গী মাঠে নগদ কাবিন পরিশোধে ৬৪ বিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) নগদ কাবিনের টাকা পরিশোধে মধ্য দিয়ে বর ও কনের নাম ঘোষণা করে এ বিয়েগুলো সম্পন্ন হয়।

ইজতেমার মাঠ আলেমি শুরার নারায়ণগঞ্জ তাবলিগ কর্মী জালাল মিয়া জানান, এখানে নগদ কাবিনের শর্তেই বর-কনের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়ের অভিভাবক মেয়ের এজিন (অনুমতি) নিয়ে মাঠে হাজির থাকেন। মাঠে বিয়ের শর্ত বরকে পুরো কাবিনের টাকা কনেপক্ষকে পরিশোধ করতে হয়। এর মধ্যে ১ লাখ টাকা কাবিনের একটি বিয়ে ৮০ হাজার টাকা নগদ ও ২০ হাজার  টাকা বাকি ছিল। কিন্তু মাঠেই ২০ হাজার টাকা যোগাড় করে ১ লাখ টাকা পরিশোধ করেই বিয়ে সম্পন্ন করা হয়।

এ ৬৪টি বিয়ে বয়ানের মিম্বর থেকে সম্পন্ন করান ভারতের মুরব্বিদের মরহুম জুবারুল হাছানের ছেলে মাওলানা জুহায়রুল হাছান। বিয়ে শেষে নব দম্পতিগুলোর জন্য দোয়া ও মাঠে খেজুর বিতরণ করা হয়।