
ফাইল ছবি
ভারতের আসামের উত্তরাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেঁপেছে বাংলাদেশসহ আশপাশের কয়েকটি দেশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে ঢাকা থেকে কয়েকশ কিলোমিটার দূরে আসামের রাজধানী গৌহাটির কাছে ভূমিকম্পটি আঘাত হানে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পটির উৎপস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি গৌহাটির ৮৩ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সমতলের ৩৫ কিলোমিটার গভীরে।
ইএমএসসির তথ্য মতে, এটির কারণে ভারত-বাংলাদেশের পাশাপাশি কেঁপেছে নেপাল, ভুটান, মিয়ানমার ও চীন।