শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:০৩, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

ফ্ল্যাটে গ্যাস লাইনের বিস্ফোরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আড়াইহাজার থানাধীন আড়াইহাজার পৌরসভাস্থ দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- হাসিনা মমতাজ (৫৫), সোহাগ (৩৫), চায়না (৩০), নিপা (৩৫).

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক ফখরুদ্দিন জানান, দিঘিরপাড় এলাকার সাকিনস্থ সফর আলী ভূইয়া কলেজের পূর্ব পাশে ছানাউল্লা মিয়ার বাড়ির ৪র্থ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে থাকা অবৈধ গ্যাস লাইনের বিস্ফোরণ ঘটে। এসময় ফ্ল্যাটে থাকা চারজন ভাড়াটিয়া আহত হন।

পরে বিস্ফোরণের খবরে ফায়ার সার্ভিস ও আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়।