ভ্রাম্যমাণ আদালত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় পাঁচটি আবাসিক গ্রাহকের এক লাখ ২৫ হাজার টাকার বকেয়া বিল আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আফরোজ মারলেসের নেতৃত্বে উপজেলার মানেহরদি, কালিবাড়ি ও বিনাইরচর এলাকায় পাঁচটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় দুই কিলোমিটার বিস্তৃত ২০০ বাড়ির ৩৫০টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে তিতাসের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ৪৫০ ফুট অবৈধ পাইপ, বেশ কিছু রাইজার ও বার্নার। পরে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেয়া অবৈধ সংযোগের স্থলগুলো গ্যান্ডিং মেশিন দিয়ে অপসারণ ও নিষ্ক্রিয় করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন: তিতাসের স্থানীয় আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।

