ফ্যাক্টরিতে অগ্নিকান্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় পলিথিনের দানা তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ফ্যাক্টরিটির প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার ঢালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে হঠাৎহ কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় কারখানায় থাকা পলির দানা, দুইটি মেশিন ও ওয়েষ্ট পলি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানা থেকে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করে। প্রাথমিক ভাবে শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

