
সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জে একটি আবাসিক এলাকায় দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে সোমবার ফতুল্লার ভুঁইগড় এলাকায় মাদানীনগর হাউজিংয়ে এই অভিযান পরিচালিত হয়।
এসময় ২৬টি বাড়ির দুই শতাধিক অবৈধ চূলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইলোরা ইয়াসমিন জানান, মাদানীনগর আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে। ইতিপূর্বে দুইবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও প্রবাবশালীরা পুনরায় সংযোগ স্থাপন করছে। পরবর্তীতে যাতে আর অবৈধ সংযোগ নিতে না পারে তার জন্য তিতাসের মূল বিতরণ সংযোগটি সীলগালা করে দেয়া হয়। এছাড়া অবৈধ সংযোগ স্থাপনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।