
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর সড়ক দূর্ঘটনার কথা বলে মোবাইলে ডেকে নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করে মোবাইল ফোনে ধর্ষনের দৃশ্য ধারন করার অভিযোগে রিয়াজ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে পাগলা শান্তিনিবাস এলাকায় ঘটনার পর গৃহবধূ রাতে এসে ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তারকৃত রিয়াজ সহ দুই জনের নামে এবং অজ্ঞাতনামা আরো তিনজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই রিয়াজকে গ্রেপ্তার করে।
জানা যায়, গৃহবধূর স্বামী ভাঙ্গারী সংগ্রহ করে বিক্রি করে। তারা এক সময় পাগলা পূর্বপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করতো। সেই সুবাদে রিয়াজ ও অভিযুক্ত রাকিবের (২০) সাথে তাদের পূর্ব পরিচয়। বৃহস্পতিবার সকালে রিয়াজ ফোন করে করে নারীর স্বামী কোথায় আছে জানতে চেয়ে তাকে জানায় যে তার স্বামী সড়ক দূর্ঘটনা করেছে এবং পাগলা এলাকায় আছে। পরে সেখানে গেলে তাকে ধর্ষণ করে অভিযুক্তরা মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে এ ঘটনা কাউকে বললে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।