ফাইল ছবি
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পড়ে তিন জনের মৃত্যুর ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। পরে তিন জনের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলি নরসিংপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে মাঝনদীতে আসে। এ সময় হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনের দিকে এগোতে থাকে। সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি ঠেলে নিয়ে ফেরির নিরাপত্তা রেলিং ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে যানবাহনগুলো পানিতে তলিয়ে যায়। ট্রাকচালক সাঁতরে তীরে উঠে যান। তবে ভ্যানচালকসহ বাকিরা নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনার পরপরই রফিককে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। অন্যদিকে রাত ২টার দিকে নদী থেকে বাকি দুই জনের লাশ উদ্ধার করা হয়।
নিহত তিন জন হলেন- মোটরসাইকেলচালক রফিক (৩৫), ভ্যানচালক স্বাধীন (২৫) ও প্রবাসী মাসুদ রানা (৩০) । তাদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
বক্তাবলি নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় তিন জনের লাশ উদ্ধারের পর আর কেউ নিখোঁজ নেই। পানিতে ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে বিআইডব্লিউটির লোকজন এসেছিলেন। উদ্ধারের বিষয়ে তারা বলতে পারবেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ বিআইডব্লিউটির সহকারী পরিচালক কামরুল হাসান। তিনি বলেন, ঘটনার পর ট্রাকচালককে পাওয়া যায়নি। নদীর কোথায় ট্রাকটি ডুবেছে, নিশ্চিত করে কেউ ওই স্থানটি দেখাতে পারেননি। ওই স্থান শনাক্ত ও নদীর গভীরতা মেপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম বলেন, রাতের বেলা তিন জনের লাশ উদ্ধার হয়েছে। প্রথমিকভাবে আমরা তথ্য পেয়েছি, ফেরিতে একটি ট্রাক ছিল, ফেরিটি ঘাটে যাওয়ার আগে ট্রাকটি চালু হয়ে যায়। পরে সেই ট্রাকের ধাক্কা লেগে যানবাহনসহ বেশ কয়েকজন লোক পানিতে পড়ে যায়। পরে কোস্টগার্ড, নৌ-পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধার অভিযান চালিয়ে তিন জনের লাশ উদ্ধার করে। আর কারও নিখোঁজের তথ্য পাইনি। তাছাড়া সেই ট্রাক চালকের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় আরও তদন্ত করবো। আর যানবাহনগুলো এখনও পানির নিচে আছে। যানবাহনের উদ্ধারের বিষয়টি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে জানাতে পারবো।
জেলা প্রশাসক মো. রায়হান কবির গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর কেউ নিখোঁজ নেই।
উদ্ধার অভিযান বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টা ঠিক নয়। সকাল থেকে আমাদের উদ্ধার অভিযানের ডুবুরি টিম রেডি ছিল। তবে আর কারও নিখোঁজের তথ্য নেই। ফলে তিন জনের লাশ উদ্ধারের পর অভিযান চালানো লাগেনি।

