শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ৯২ কেজী গাঁজাসহ গ্রেপ্তার-১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২৩

বন্দরে ৯২ কেজী গাঁজাসহ গ্রেপ্তার-১

গ্রেপ্তার

বন্দরে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৯২ কেঁজী গাঁজাসহ সাইদুল ইসলাম (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গত বুধবার (১ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ৫টায় বন্দর উপজেলার ফুলহর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি সাইদুল ইসলাম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দূর্গাপুর এলাকার হেলাল মিয়ার ছেলে। বিপুল পরিমান গাঁজা উদ্ধারের ঘটনায় র‌্যাব-১১ ডিএডি নায়েব সুবেদার মোঃ মজনু মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩(২)২৩। 

তথ্য সূত্রে জানা গেছে, র‌্যাব-১১ ডিএডি নায়েব সুবেদার মোঃ মজনু মিয়াসহ সঙ্গীয় র্ফোস টহল সিসি নং- ৩৮/২৩ মূলে গত বুধবার (১ ফেব্রুয়ারী) বন্দর থানাধীন কাঁচপুর ব্রীজ এলাকায় টহল ডিউটি করা কালিন সময়ে বিকেল ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারি বিপুল পরিমান মাদকদ্রব্য ক্রয় ও বিক্রয়ের উদ্দেশ্যে বন্দর থানাধীন ফুলহর বায়তুল নাজাত জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর প্রইভেটকার যোগে অবস্থান করছে। বিষয়টি র‌্যাব-১১ উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে দ্রুত ঘটনাস্থলে আসে। পরে র‌্যাব-১১ সেখানে দাঁড়িয়ে থাকা একটি নীল রং এর ঢাকা মেট্রো গ ২৫-২৭৩৬ নাম্বারে প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৫টি প্লাসটিকের বস্তায় রক্ষিত ৪৬ পেকেট যা পরিমান ৯২ কেঁজী গাঁজা করতে সক্ষম হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় ওই সময় সাইদুল ইসলাম নামে  এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাইদুলকে উক্ত মামলায় ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।