
মনোনয়ন পত্র দাখিল
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আসন্ন ১২ জুন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আড়াইহাজার পৌরসভায় ৪ মেয়রসহ ৫২ জন প্রার্থী রিটানির্ং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এর মধ্যে সাধারণ সদস্য পদে ৩৮ ও সংরিক্ষত আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের মেয়র প্রার্থী আলহাজ্ব সুন্দর আলী, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আড়াইহাজার পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মেহের আলী মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ ।
আগামী ১৮ মে মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। পরবর্তী আগামী ২৬শে মে প্রার্থীদের প্রর্তীক বরাদ্দ দেওয়া হবে।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন।