
প্রতীকী ছবি
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার দুই ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের রোববার (৪ জুন) দুপুরে পৃথক ওয়ারেন্ট আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (৩ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ফরাজীকান্দা এলাকার আফতাব উদ্দিন মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৫) ও বন্দর আমিন আবাসিক এলাকার আতিয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাইফুল ইসলাম (৩৮)।