
ফাইল ছবি
অপরিচিত নাম্বার থেকে নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌসের মুঠো ফোনে কল আসলে তিনি রিসিভ করেন না। সড়ক মহাসড়কে দূর্ঘটনাসহ নানা বিষয়ে খোঁজ খবর ও তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সওজের নির্বাহী প্রকৌশলীর সরকারী মুঠো ফোন নাম্বারে কল হলে তিনি সিরিভ করেন না। এতে দিন দিন মহাসড়কের পাশে সওজের জমি অবৈধ দখলদার হাতে চলে যাচ্ছে। নারায়ণগঞ্জের
সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার লিটন নামে এক ব্যাক্তি বলেন, কাঁচপুর এসএস ফিলিং ষ্টেশনের পাশে সওজের কয়েক একর জলাশয় রয়েছে। ঐ জলাশয়ের কিছু অংশ স্থানীয় কয়েকজন ব্যাক্তি দেওয়াল নির্মান করে বালু বরাট করে দখল করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে গত ৪/৫ দিন নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌসের সরকারী মুঠো ফোন নাম্বারে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেনি। পরে বিষয়টি তারা স্থানীয় সাংবাদিকদের জানান।
এ বিষয়ে কথা হলে, অপরিচিত নাম্বার থেকে কল করা হলে রিসিভ করেন না বলে স্বীকার করে নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, কাজের জামেলার
অপরিচিত নাম্বার থেকে বহু কল আসে। তাই কল ধরা সম্ভব হয় না। তবে মুঠো ফোন করলে রিসিভ না করলে খুদে বার্তা পাঠানোর পর তিনি কল রিসিভ করেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস ।