শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাইনবোর্ডে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৩

সাইনবোর্ডে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ডে প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায় নি। 

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় ট্রাকটি ফেলে রেখে চালক-হেলপার পালিয়ে যান। 

ধারণা করা হচ্ছে, নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক আছে।