শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩১, ১ অক্টোবর ২০২৩

রূপগঞ্জে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বপন সরদার (৫০) নামের এক চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। 

রোববার (১ অক্টোবর) তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা নামক স্থানের অনিক কম্পোজিটের সামনে এ ঘটনা ঘটে। নিহত স্বপন সরদার মাদারীপুর জেলার কালকীনি থানার হযরত কয়রিয়া ইউনিয়নের ঈদগাহ এলাকার রাজ্জাক সরদারের ছেলে। বর্তমানে তিনি গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ বউবাজার এলাকায় বসবাস করতেন।

নিহতের বড় ছেলে নাজমুল ইসলাম জানান, তারা পরিবার নিয়ে বিশ বছর যাবৎ গোলাকান্দাইল এলাকায় বসবাস করে আসছেন। তার বাবা গোলাকান্দাইল এলাকার নাগেরবাগ বউবাজার এলাকা থেকে গাউছিয়া পর্যন্ত প্রতিদিন অটোরিকশা চালাতেন। শনিবার রাত সাড়ে দশটার দিকে একজন ব্যক্তি তার বাবার ফোনে ফোন করে ভাড়ায় ডেকে নিয়ে যান। নির্দিষ্ট সময়ে বাড়িতে না আসলে তারা পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুজি করেও তার বাবার সন্ধান পাননি। পরে রোববার (১ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা নামক স্থানে তার বাবার লাশ পড়ে আছে এমন খবর পান তারা।

ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা নামক স্থানে স্বপন সরদার (৫০) নামের এক অটোরিক্সা চালকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের যেকোন সময় অটোরিক্সা ছিনতাইয়ের জন্য তাকে এলোপাথারী কুপিয়ে হত্যা করে লাশটি এখানে ফেলে যায়। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।