শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারর কিশোরীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:৪৫, ২ ডিসেম্বর ২০২৩

আড়াইহাজারর কিশোরীর আত্মহত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আফসানা আক্তার ( ১৫) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আফসানা ওই এলাকায় আলতা মিয়ার মেয়ে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান. ভিকটিম আফসানা আক্তার  ঘটনার রাতে যে কোন সময় বসত ঘরের বাশেঁর আড়ার সাথে পুরাতন ওড়না দিয়ে ফাঁসি দিয়ে ঝুলিয়া থাকে। ভিকটিমের মা এবং আশেপাশের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে দেখতে পায় ভিকটিম মারা গেছে। পরবর্তীতে থানা পুলিশকে সংবাদ দিলে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। তবে কি কারণে আত্মহত্যা করতে পারে তা জানা যায়নি। 

তিনি আরো জানান, প্রেম ঘটিত ব্যাপার অথবা পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটতে পারে।  এই ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে হত্যা না আত্মহত্যা