
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আকাশ কুমার মোহন্ত (২৪) নামে শীর্ষ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেননিডিল ও ৮০ পিস ইয়াব উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আকাশ কুমার মোহন্ত রংপুর জেলার মিঠামাইর উপজেলার ত্রিমহোনী ফতেপুর এলাবার নিরাশ চন্দ্র মোহন্তের ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানায়, শনিবার বিকেলে বিশনন্দী ফেরিঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালানোর সময় পুলিশ দেখে আকাশ কুমার মোহন্ত পালিয়ে যাওয়ার চেষ্টার করে। পুলিশ সদস্যরা দৌড়ে তাকে আটক করে। পরে তার কাছে থাকা শিশুদের স্কুল ব্যাগ তল্লাশী করে ৫০ বোতল ফেননিডিল ও ৮০ পিস ইয়াব উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরে সে বিভিন্ন পরিবহন করে নিয়ে এসে আড়াইহাজার ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় একটি মামলা করা হয়।