শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে অগ্নিদগ্ধে ঘটনার ৭ দিন পর হুমায়নের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৪, ৩ ডিসেম্বর ২০২৩

বন্দরে অগ্নিদগ্ধে ঘটনার ৭ দিন পর হুমায়নের মৃত্যু

ফাইল ছবি

বন্দরে চুরির প্রস্তুতি কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে দীর্ঘ ৭ দিন চিকিৎসাধীন অবস্থায় অবশেষে  অগ্নিদগ্ধ  হুমায়ুন (২৮) নামে এক যুবক মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে।

শনিবার (২ ডিসেম্বর) রাতে পৌনে ১০ টায় ঢাকা শেখ হাসিনা র্বান ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতুবরনকারি হুমায়ন বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকার নাসির মিয়ার ছেলে।

এর আগে গত শনিবার (২৫ নভেম্বর) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুরস্থ তালিমুল মিল্লাত মাদ্রাসায় রড চুরি করার সময় এ ঘটনাটি ঘটে। এদিকে খবর পেয়ে ঢাকা শাহবাগ থানা পুলিশ উল্লেখিত হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

উল্লেখ , গত শনিবার রাত সাড়ে ১১টায় সোনাকান্দা এনায়েতনগর এলাকার নাসির মিয়ার ছেলে হুমায়ন ও সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে মুন্নাসহ অজ্ঞাত নামা চোরের দল চুরি করার উদ্দেশ্যে হাজীপুস্থ তালিমুল মিল্লাত মাদ্রাসা কৌশলে প্রবেশ করে। পরে চোরের দল মাদ্রাসার ছাদে উঠে লোহার রড চুরি করার সময় অসাবধানতা বসত ১১ হাজার ভোল্টের তারের সাথে বিদুৎত পৃষ্ট হয়ে হুমায়ন মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়।