শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দের সালামত উল্লাহ ফাউন্ডেশনের অর্থায়নে রাস্তা নির্মাণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৬, ৩ ডিসেম্বর ২০২৩

বন্দের সালামত উল্লাহ ফাউন্ডেশনের অর্থায়নে রাস্তা নির্মাণ

ফাইল ছবি

স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বন্দরে  সালামত উল্লাহ  ফাউন্ডেশনের অর্থায়নে  রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছে তরুন সমাজ  সেবক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: খোকন।  

রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় বন্দর উপজেলার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চর ঘারমোড়াস্থ হাজী গিয়াস উদ্দিন রোডে তিনি এ কাজের পরিদর্শন করেন। জানা গেছে, চর ঘারমোড়া এলাকাবাসী ও মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে সালামত উল্লাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে  সোমবার সকাল ৮ টায় ৯২ ফুট লম্বা ও ৬ ফুট প্রস্থ  নির্মাণাধীন রাস্তা ঢালাই কাজের উদ্বোধন করা হবে। এ ব্যাপারে সালামত উল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজ সেবক মোহাম্মদ খোকন মিয়া গণমাধ্যমকে এক প্রতিক্রিয়া জানান, এলাকাবাসীর জন্য কিছু করতে পেরে নিজেকে  ধন্য মনে করছি। পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত নিরসন করা হবে।