মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ৩১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে শাহজাহান হত্যা মামলা প্রধান আসামি ইমরান গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৫, ৫ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে শাহজাহান হত্যা মামলা প্রধান আসামি ইমরান গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় শাহজাহান নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে রগ কেটে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইমরান ছোট কোরবানপুর গ্রামের মৃত আশেক আলীর ছেলে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গ্রেপ্তারকৃত ইমরানকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। 

পুৃলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে গত ২৮ নভেম্বর বৃহসম্পতিবার বিকেলে শাহজাহান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পাওনা টাকা নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলছিল। কোরবানপুর মাতলাপাড়া এলাকায় একটি বালুর মাঠে আগে থেকে উৎ পেতে থাকা ইমরান, সাকিব, বিজয়, আনোয়ার ও নূর হোসেনসহ ৮-১০ জনের একটি দল তাকে ছুরিকাঘাত করে হাতের ও পায়ের রগ কেটে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। গত সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের বাবা আল ইসলাম গত মঙ্গলবার বিকেলে বাদি হয়ে ৬ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। হত্যা মামলার প্রধান আসামি ইমরান হোসেনকে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে কাঁচপুর এলাকায় থেকে গ্রেপ্তার করে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোহাম্মদ বারী বলেন, শাহজাহান মিয়া হত্যাকান্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। হত্যকান্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। সে আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।