
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলের অবৈধ গ্যাসের চারটি সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে জরিমানা করা হয়েছে এক লাখ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার দিঘী বরাবো এলাকায় আশরাফিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড নামে শিল্প প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় তিতাসের আবাসিক লাইনের চারটি পয়েন্ট থেকে অবৈধভাবে গ্যাসের সংযোগ নিয়ে চারটি দ্বিমুখী চুলার মাধ্যমে উৎপাদন কাজ চালানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির অবৈধ গ্যাসের সংযোগগুলো বিচ্ছিন্নসহ এক লাখ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও বার্নার। পরে তিতাসের মূল বিতরণ লাইনের অবৈধ অংশগুলো স্থায়ীভাবে সিলগালা ও অপসারণ করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিতাসের কর্মকর্তারা জানান, গত দুই বছর আগে টেক্সটাইল কারখানাটির অবৈধ গ্যাসের সংযোগ একবার বিচ্ছিন্ন করা হলেও পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী দালাল চক্রের মাধ্যমে পুনরায় সংযোগ নেয়। এভাবে প্রতি মাসে কমপক্ষে ৫০ লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করে আসছে কারখানাটি। বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলো।