রোববার, ২০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পানি রক্ষা ও সঠিক ব্যাবহার নিশ্চিতে সচেতনতামূলক অনুষ্ঠান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১২, ১৯ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে পানি রক্ষা ও সঠিক ব্যাবহার নিশ্চিতে সচেতনতামূলক অনুষ্ঠান 

অ্যাকশন এইড বাংলাদেশ (এলআরপি-৫১)

নারায়ণগঞ্জল বিশ্ব পানি দিবস উপলক্ষে দূষণ থেকে পানি রক্ষার ও এর সঠিক ব্যবহারের জন্য সচেতনামূলক অনুষ্ঠান করেছে অ্যাকশন এইড বাংলাদেশ (এলআরপি-৫১)। 

মঙ্গলবার (১৮ মার্চ) রূপগঞ্জের চনপাড়ায় এই অনুষ্ঠান হয়।

নারায়ণগঞ্জ এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি উদযাপন করছে স্থানীয় লোকজনের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য, যেখানে বেশিরভাগ অংশগ্রহণকারী ছিলেন নারী যারা সর্বাধিক উদ্দেশ্যে পানি ব্যবহার করেন। সমস্ত অংশগ্রহণকারী পানির সর্বাধিক সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য তাদের কণ্ঠ তুলেছেন। তারা আর পানি নষ্ট করবেন না। তারা তাদের পানি সংরক্ষণ ট্যাঙ্কের যত্ন নেবে এবং এমনকি নদীতে পলিথিন বা অন্য কোন বর্জ্য পদার্থ ফেলতে দেবে না যাতে পানি দূষিত হয়।

এসময় বাংলা নিউজ ২৪ এর সাংবাদিক সাকিল আহমেদ বলেন, "যদি আমরা আমাদের নিজস্ব পানির উৎসের ক্ষতি করি, তাহলে অদূর ভবিষ্যতে আমরা আমাদের ভূগর্ভস্থ থেকে তাজা ও পানীয় জল পাব না।"  

যুব গ্রুপের আরেক অংশগ্রহণকারী মিসেস দিনা আক্তার বলেন, "আমরা আমাদের তাজা পানি দশকের পর  দশক সংরক্ষণ করতে পারব না, কিন্তু যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমাদের তাজা পানি প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করতে পারব।"  

আমাদের শিশু ফোরামের কিশোর-কিশোরীরা চিত্রের মাধ্যমে দেখিয়েছে কিভাবে আমরা দূষিত পদার্থ দ্বারা আমাদের নদীকে দূষিত করি। বিশ্ব জল দিবসের পটভূমি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর তারা তাদের নিজস্ব চিন্তাভাবনা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছিল।  অনুষ্ঠানের শেষে "পানির অপচয়” “আর না আর না” স্লোগানে র‍্যালী অনুষ্ঠিত হয়।