
ভ্রাম্যমাণ আদালত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেলের দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাড়িপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।
এসময় মোঃ আব্দুর রহিমের মালিকানাধীন পদ্মা পিএলসি তেলের দোকানে অভিযান চালিয়ে ৮৬ লিটার অকটেন, ৩০ লিটার ডিজেল ও একটি বিক্রয় রশিদ বই জব্দ করা হয়।
অভিযানে র্যাব-১১, বিজিবি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।