
ফাইল ছবি
দল যখন মাঠে, তখনও তিনি মাঠে। দল যখন কোণঠাসা, তখনও তিনি মাঠেই। কোনো পদ নেই, প্রভাব নেই, আলোচনার কেন্দ্রে থাকাও নয় তবুও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একজন চেনা মুখ হয়ে উঠেছেন খোকন শাহা। নিভৃতচারী, প্রচারবিমুখ এই নেতার রাজনীতি এখন অনেকের কাছে দলপাগলামির এক অবিশ্বাস্য উদাহরণ।
সময়ের বিবর্তনে তিনি অনেক সহযোদ্ধাকে হারিয়েছেন, কেউ কেউ দলবদল করেছেন, কেউ রাজনীতি ছাড়লেও খোকন শাহা থেকে গেছেন সেই এক জায়গায়।
খোকন শাহা কখনো মহানগর কমিটির শীর্ষ পদে আসেননি। অথচ প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রথম সারিতে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুলিশি বাধা, মামলা কিংবা রাতভর পোস্টারিং সব জায়গায় খোকন শাহা ছিলেন নির্ভীক।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত খোকন শাহা। ছাত্রদল থেকে রাজনীতির হাতেখড়ি হলেও কখনোই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না। বরং নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করাটাই ছিল তাঁর একমাত্র ব্রত। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব না দিলেও মাঠে থাকা কর্মীদের শক্ত ভিত্তি হয়ে উঠেছিলেন তিনি।
জানা যায়, রেললাইনের ওপারে সবচেয়ে বেশী মামলার আসামি হয়েছিলেন তিনি। তবুও দমে যাননি। এখনো দল ও জিয়া পরিবারের জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ করতেও প্রস্তুত এ নেতা।