
চাষাঢ়া, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে সোমবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি মঙ্গলবারও বিরামহীনভাবে চলেছে। সকাল থেকেই গুঁড়িগুঁড়ি থেকে শুরু করে মাঝারি ধরনের বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং নিম্নআয়ের দিনমজুর শ্রেণির মানুষ।
মঙ্গলবার (৮ জুলাই) শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
টানা বৃষ্টির কারণে চাষাঢ়া, মাসদাইর, দেওভোগ, পঞ্চবটির কিছু এলাকায় পানি জমে গেছে। অনেক জায়গায় নালার পানি উপচে রাস্তায় উঠে আসায় পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে।
বৃষ্টির কারণে রিকশা, সিএনজি অটোরিকশা, ইজিবাইক সব যানবাহনের সংকট দেখা দিয়েছে। চালকরা একদিকে যেমন দ্বিগুণ ভাড়া দাবি করছেন, অন্যদিকে অনেকেই বৃষ্টিতে চলাচল করতে অনীহা প্রকাশ করছেন। ফলে গণপরিবহনে বাড়ছে চাপ।
স্কুলে সন্তানকে পৌঁছে দিতে গিয়ে মো. সুমনে বলেন, বাচ্চাকে নিয়ে মেইন সড়ক পর্যন্ত চলে এসেছি, কিন্তু কোনো রিকশা পাইনি। একটা-দুটা যা পাচ্ছি, তারা দ্বিগুণ ভাড়া চাইছে। একটু বৃষ্টি হলেই বাচ্চারা যেমন বৃষ্টিতে ভেজে, তেমনি রাস্তায় নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়।
জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় যানজটও দেখা গেছে। বিশেষ করে চাষাঢ়া থেকে মন্ডলপাড়া, এবং শিবু মার্কেট থেকে চিটাগাং রোড পর্যন্ত রাস্তাগুলোয় গাড়ি চলাচল ধীরগতির ছিল।