মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জের বাজারে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০১, ৮ জুলাই ২০২৫

না.গঞ্জের বাজারে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার। গত দুই দিনের ব্যবধানে কেজিতে অন্তত ১০০ টাকা বেড়েছে। খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়া মরিচের গাছ মরে গেছে। এতে করে উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দিগুবাবুর বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।  

এসব বাজার ঘুরে দেখা গেছে, দাম বেড়ে যাওয়ায় অনেক দোকানি কাঁচা মরিচ বিক্রি বন্ধ রেখেছেন। যারা বিক্রি করছেনও, তারা অন্যান্য দিনের তুলনায় কম পরিমাণে পাইকারি বাজার থেকে সংগ্রহ করেছেন।

বাজারের তরকারি বিক্রেতা আকবর হোসেন বলেন, পাইকারি বাজারে কাঁচা মরিচের পাল্লা  ৭৫০ থেকে ৮০০ টাকা এরপর যাতায়াত খরচ তো রয়েছে। প্রতিদিন পাঁচ কেজি মরিচ আনলেও আজ ২ কেজি মরিচ এনেছি। শুধু অন্যান্য তরকারি বিক্রি করতে কাঁচা মরিচ কিনেছি।

দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম ১০০ টাকা বেড়েছে বলে জানান কাজীপাড়া বাজারের তরকারি বিক্রেতা হোসেন মিয়া। তিনি বলেন, দুদিন আগেও ৮০ থেকে ১০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি করেছি। গতকাল ১৬০ টাকা বিক্রি করলেও আজ পাইকারি বাজারেই কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা।

এদিকে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যেও ক্ষোভ দেখা গেছে। ক্রেতারা বলছেন, দুদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম এভাবে বেড়ে যাওয়াটা মেনে নেওয়া যায় না।