শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেহেদী হত্যা মামলার আসামী ইনাম গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৫, ৮ আগস্ট ২০২৫

মেহেদী হত্যা মামলার আসামী ইনাম গ্রেপ্তার 

ফাইল ছবি

বন্দরে আধিপত্য ও স্ট্যান্ড দখল করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদী হত্যা মামলার আরো সন্দেহজনক আসামী ইনাম (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ইনাম থানার হাফেজীবাগ এলাকার হোসেন ঢালীর ছেলে। পুলিশ গ্রেপ্তারকৃত আসামীকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে।

এর আগে গত বুধবার (৭ আগষ্ট) সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার হাফেজীবাগ এলাকায় অভিযান চালিয়ে একে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ৪১(৬)২৫।

উল্লেখ্য, গত ২১ জুন শনিবার রাত ১১টার দিকে বন্দর শাহী মসজিদ এলাকায় আধিপত্য বিস্তার ও অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের বিরোধ ও সংঘর্ষের ঘটনায় রাজমিস্ত্রী আব্দুল কুদ্দুস(৭০) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এই ঘটনার আড়াই ঘন্টার ব্যবধানে ওই  রাতে সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ সন্ত্রাসী জাফর ও রনী গ্রুপ মেহেদীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২৩ জুন বন্দর থানায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকেও আসামি করা হয়।